পাবনা শহর থেকে প্রায় ১০ কিঃমিঃ দূরে টেবূনিয়া কৃষি ফার্ম অবস্থিত।টেবূনিয়া কৃষি ফার্ম, কণ্ট্রাক গ্রেয়ার্স জোন এবং টেবুনিয়া বীজ উৎপাদন খামার পাশাপাশি অবস্থিত। স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যময়, মনোরম এবং দর্শনীয় একটি স্থানের মধ্যে একটি । এখানে বিভিন্ন ডিস্ট্র্রিকট থেকে এসে ট্রেনিং করার জন্য এখানে কৃষি ডিপ্লমা করার ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে যা হাতে কলমের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। এই ফার্মটি পাবনা জেলার মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান হিসাবে যথেষ্ঠ্য সুনাম অর্জন করেছে। এটি পাবনা সদর উপজেলার অন্তর্গত মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বাজারের পার্শ্বেই অবস্থিত। এখানে ছুটির দিন সহ প্রতি বিকালে প্রচুর লোকবলের আমদানী হয় । যা অত্যন্ত সৌন্দর্যময় মনোরম পরিবেশের হাত ছনি দিয়ে দেখিয়ে দেয়। সব মিলে এটি একটি সরকারের উন্নতম প্রতিষ্ঠান জনগনের খুবই উপকারী একটি প্রতিষ্ঠান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS