পাবনার উল্লেখযোগ্য নদীর মধ্যে পদ্মা, যমুনা, ইছামতি অন্যতম। তবে ইছামতি নদী তার স্বাভাবিক প্রবাহ হারিয়ে আজ মৃত প্রায়।
পদ্মা নদী
হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখাচাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় (মানাকোসা ও দুর্লভপুর ইউনিয়ন)বাংলাদেশে প্রবেশ করে,এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করেছে। গঙ্গার অন্যশাখাটি ভগীরতি নামে ভারতে হুগলীর দিকে প্রবাহিত হয়। উৎপত্তিস্থল হতে ২২০০কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মানামে আরো পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। সবশেষেপদ্মা-মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথেমিলিত হয়। পাবনা সদর উপজেলার হিমায়েতপুর, দোগাছী, ভাঁড়ারা এবং চরতারাপুর ইউনিয়নের প্রায় ৩০ কিঃ মিঃ এলাকা পদ্মা নদীর তীরবঈরঈ।
ইছামতি নদী
ইছামতি নদী (ইচ্ছামতি নামেও উচ্চারিত)ভারত ওবাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত একটি আন্তঃসীমান্ত নদী।[১] নদীটি বর্তমানে সিলটেশন বাপলিমাটি জমে ভরাট হয়ে যাবার সমস্যার সম্মুখীন হয়েছে এবং এর ফলশ্রুতিতে শীতমৌসুমে এটি কেবল সরু পথে প্রবাহিত এবং গ্রীষ্ম মৌসুমে বন্যার কবলে পড়ে।বিশেষজ্ঞরা এই পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট হচ্ছেন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS