Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা নির্বাহী অফিসারের কার্যাবলী
  • উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পাবনা সদরে নিম্নোক্ত সেবাসমূহ সরাসরি পাওয়া যায়।(কক্ষ নং....... থেকে...........)

     

    • প্রশাসনিক সকল সহযোগিতা
    • ভূমি ব্যবস্থাপনাসংএুান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি।
    • জাতীয় এবং স্থানীয় নির্বাচন সংক্রান্ত সহযোগিতা।
    • হাট-বাজার ইজারা প্রদান।
    • পুকুর ও জলাশয় ইজারা প্রদান।
    • জেনারেল সার্টিফিকেট আদালত পরিচালনা
    • এন জি ও দের কার্যএুম সমন্বয়করণ।
    • বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কার্যএুম পর্যবেক্ষণ ও সমন্বয়।
    • দূর্যোগ ব্যবন্থাপনা ও ত্রাণ কার্যএুম পরিচালনা।
    • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্তঅভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি। ।
    • বিভিন্ন ধরনের  সামাজিকঅভিযোগ গ্রহণ, শুনানী ও নিষ্পত্তিকরণ।
    • বিভিন্ন সামাজিক সমস্যা,বাল্য বিবাহ নিরোধ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, দূর্নীতি প্রতিরোধইত্যাদি বিষয়ে সহায়তা।

    এছাড়া পরিষদের বিভিন্ন বিভাগ থেকে সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি সেবা পাওয়া যায় এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা যেতে পারে।