শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমঃ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ১৪ সেপ্টেম্বর ১৮৮৮ খ্রিঃ পাবনা জেলার সদর উপজেলার হিমায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন শ্রী শিবচন্দ্র চক্রবর্তী এবং মা ছিলেন মনমোহিনী দেবী। তাঁর মা পাঁচ বছর বয়সে স্বপ্নে ভারতের আগ্রার হুজুর মহারাজ দয়ালবাঘ রাজস্বামী সৎসঙ্গের দীক্ষা পান। শৈশব থেকেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পিতা-মাতার অত্যন্ত অনুগত ছিলেন এবং সারা জীবন তাঁর গুরু হিসেবে মা মনমোহিনী দেবীকে অনুসরণ করেন। ১৯৪৬ খ্রিঃ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মা মনমোহিনী দেবী পাবনা জেলার সদর উপজেলার হিমায়েতপুর গ্রামে সৎসঙ্গ আশ্রম নামে এই আশ্রম প্রতিষ্ঠা করেন। ১৯৪৬ খ্রিঃ স্থাপিত সৎসঙ্গ আশ্রম কালের প্রবাহে আরও বিস্তৃত হয়ে বর্তমান রুপ লাভ করেছে। প্রতি বছর দোল পূর্ণিমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে বাংলাদেশ ও বহির্বিশ্ব থেকে হাজার-হাজার ভক্তবৃন্দ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে সমবেত হন।
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র
জন্মঃ ১৪ সেপ্টেম্বর ১৮৮৮ খ্রিঃ। হিমায়েতপুর, পাবনা সদর, পাবনা।
মৃত্যুঃ ২৬ জানুয়ারি ১৯৬৯ খ্রিঃ সংসদ আশ্রম, দেওঘর, ঝাড়খন্ড, ভারত।
জন্মনামঃ অনুকূলচন্দ্র চক্রবর্তী।
সূত্রঃ http://en.wikipedia.org/wiki/Thakur_Anukulchandra
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস