পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গানদীর প্রধান শাখা এবং বাংলাদেশের ২য় দীর্ঘতম নদী। পাবনা সদর উপজেলা এই পদ্মার উত্তর তীরে অবস্থিত।প্রায় ৩০ কিঃ মিঃ পদ্মা নদী পাবনা সদর উপজেলার ধার ঘেষে প্রবাহিত। পাবনা সদর উপজেলার পদ্মা বিধৌত ইউনিয়নসমুহ হলো হিমায়েতপুর, দোগাছী, ভাঁড়ারা এবং চরতারাপুর।হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখাচাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় (মানাকোসা ও দুর্লভপুর ইউনিয়ন)বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করেছে। চাঁপাইনবাবগঞ্জও রাজশাহী অতিক্রম করে পাবনা জেলার দক্ষিন পার্শ্ব দিয়ে প্রবাহিত হয়ে উৎপত্তিস্থল হতে ২২০০কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মানামে আরো পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। সবশেষেপদ্মা-মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথেমিলিত হয়।পদ্মা নদী প্রধানতঃ পাবনা ও কুষ্টিয়া জেলার সীমানা নির্ধারক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস