Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সরকারি এডওয়ার্ড কলেজ
বিস্তারিত

স্বনামধন্য এ কলেজটি ১৮৮৯ সালের জুলাই মাসে স্থাপিত হয়। এটি জেলার প্রাচীন এবং সর্ববৃহৎ মহাবিদ্যালয়। তৎকালীন ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ডের স্মৃতিরস্মরণে ১৯১১ সালে এর নামকরণ করা হয় এডওয়ার্ড কলেজ। তৎপূর্বে এর নাম ছিল পাবনা ইনস্টিটিউট। কলেজটি স্থাপনের সময় রায় বনমালী রায় বাহাদুর(জমিদার), অধ্যাপক হেম চন্দ্র রায় (দাতা), গোপালচন্দ্র লাহিড়ী, রাধিকা নাথ বসু প্রমুখ ব্যক্তিবর্গের বিশেষ ভূমিকা ছিল।

১৯৬৮সালের ১ মার্চ তারিখে কলেজটি সরকারীকরণ করা হয়। উত্তর বাংলার এই বৃহৎশিক্ষা প্রতিষ্ঠান কলা, বিজ্ঞান ও বাণিজ্য অনুষদের জন্য পৃথক চত্বরে সর্বোচ্চ তিনতলা পর্যন্ত প্রাসাদোপম ভবনে বর্তমানে কয়েকটি বিষয়ে সনাতকোত্তর কোর্স চালু করার মাধ্যমে এটি বিশ্ববিদ্যালয় কলেজের মর্যাদা লাভ করেছে।বর্তমানে প্রতিষ্ঠানটির চারিধারে প্রাচীর দেওয়ার কারণে ছাত্র ছাত্রীদের চলাফেরায় যথেষ্ট্য উপকার হয়েছে সাথে পরিবেশের ও উন্নতি লাভ করেছে। কারন এখন প্রতি বছরই ছাত্র/ছাত্রী ভর্তি হওয়ার জন্য অনেক দুর দুরান্ত থেকে ছাত্র/ছাত্রী আগমন করছে। এছাড়াও অনেক নতুন নতুন সাবজেক্ট খোলাতে ছাত্র/ছাত্রীর ভর্তির আকর্ষন দেখা দিচ্ছে তাই বর্তমানে কলেজটির প্রশাসনীক ব্যবস্থাও ভাল ও প্রশংসনীয়।